Ekta Gopon Kotha (একটা গোপন কথা) Song Lyrics

Ekta Gopon Kotha (একটা গোপন কথা) Song Lyrics

Ekta Gopon Kotha is the latest Bengali Song Sung by Topu. Music Composed by Rafa. Ekta Gopon Kotha Lyrics In Bengali Written by Topu and Song Programming Arrangements, Mixing and Mastering By Topu.

Song Details :-

  • Song : Ekta Gopon Kotha
  • Album Name : Shey Ke
  • Vocal, Lyrics & Tune : Topu
  • Music : Rafa
  • Label : Agniveena
Ekta Gopon Kotha (একটা গোপন কথা) Song Lyrics

Ekta Gopon Kotha Song Lyrics In Bangla

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেয়ো বারবার
ভুলেও কাওকে বলোনা আবার
মুখে ভালোবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে
চলে আছে অনেকে
এত দিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
 

মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানি না (জানি না) কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়


ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো ব্যাথা দেখে নিবো আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ
মন, আঁধারের নীলিমায়


তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না (জানি না)কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়


প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখ
ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট


প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখো ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট


প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখো ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট


এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার
মন, আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না (জানি না) কোথায় পাবো তোমায়?
একবার এসে দেখো আমায়



Comments

Popular posts from this blog

New Hindi Song Lyrics Kar Sako To Sanam

WhatsApp's latest update

Tui Kno Bujos Na Re Ami Tore Koto Valovasi Lyrics