আমার মামু খালু নাই গজল লিরিক্স

আমার মামু খালু নাই গজল লিরিক্স


Song Details:-

  • Song : Amar Mamu Khalu Nai
  • Singer : Muhammad Badruzzaman
  • Lyrics : Monirul Islam
  • Record Level : Holy Tune Studio


আমার মামু খালু নাই গজল লিরিক্স
আমার মামু খালু নাই গজল লিরিক্স


আমার মামু খালু নাই বাংলা গজল লিরিক্স

চাকরি চাইরে চাকরি চাইরে
চাকরি নাইরে চাকরি নাইরে
চাকরি নামের সোনার হরিণ কোথায় আমি পাই


আমার মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


আমার মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


তুই তো, তুই তো, তুই তো
পড়াশোনায় ভালো ছিলি
বি এ, এম এ পাশ দিলি
পড়াশোনায় ভালো ছিলি
বি এ, এম এ পাশ দিলি
সার্টিপিকেট সবি নিলি
কতখানে সিবি দিলি
তবুও তর চাকরি হয় না ভাই
তবুও তর চাকরি হয় না ভাই


আমার মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই
 

আবুল, ও আবুল
তুই কেমনে চাকরি পেলি
রোজি ক্লাসে বকা খেলি
তুই কেমনে চাকরি পেলি
রোজি ক্লাসে বকা খেলি
পাশ করলি ঠেলেটুলি
জবাব শুনে অবাক হয়ে যাই
এইকানে যে মামু খালুর গন্ধ খুঁজে পাই
এইকানে যে মামু খালুর গন্ধ খুঁজে পাই


মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


ও হ হ হ হ হ হ.....
ও হ হ হ হ হ হ.....
ও হ হ হ হ হ হ.....
হ হ হ হ হ হ.....


আহারে আহারে আহারে
স্বাধীনতার জয়ন্তীতে হয় না মেধার মূল্যায়ন
ঐ মেধাবীর গরীব পিতা যাবে বলো কই এখন
স্বাধীনতার জয়ন্তীতে হয় না মেধার মূল্যায়ন
ঐ মেধাবীর গরীব পিতা যাবে বলো কই এখন
মেয়ের মুখের সরাও চাই
মেধার সঠিক মূল্য চাই
মেধার সঠিক মূল্য চাই


আমার মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই


তাইতো দেশের বুঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই.....(2)


Comments

Popular posts from this blog

New Hindi Song Lyrics Kar Sako To Sanam

WhatsApp's latest update

Tui Kno Bujos Na Re Ami Tore Koto Valovasi Lyrics